কিশোরগঞ্জের কালেক্টরেট স্টাফ শরীফ আহমদের মৃত্যু
কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শরীফ আহমদ (৫০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।শরীফ আহমদ কিশোরগঞ্জ কালেক্টরেট ৩য় শ্রেণি কর্মচারী ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি কুটিগিদ্দি-হারুয়া জামে মসজিদের সহ-সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন যাবত সততার সহিত দায়িত্ব পালন করে আসছিলেন।
তাঁর মৃত্যুর খবরে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।
আরও শোক ও সমবেদনা জানিয়েছেন কুটিগিদ্দি-হারুয়া জামে মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ এবং কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়,SSC-১৯৮১-১৯৮২ সেশনের ফেইসবুক গ্রুপের এডমিন জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি রেজাউল হাবীব রেজা সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।