ভোরের আলো সাহিত্য আসরের সন্মাননা প্রাপ্ত কবি খন্দকার আব্দুল মান্নান আর নেই
মোঃ আবু সাঈদ ঃ কিশোরগঞ্জের হোসেনপুরের বিশিষ্ট কবি ও ছড়াকার আলহাজ্ব খন্দকার আব্দুল মান্নান আর নেই। রবিবার (২৫ জুলাই) সকালে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে যান। তিনি একাধারে কবি, ছড়াকার, লেখক ও ঢাকার প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান ছিলেন।
তার লেখা প্রভা, ইভা, নোভা ছড়াগ্রন্থ, বাংলাদেশ ও বিশ্বসমাজ, মুছে ফেল চোখের জল প্রভৃতি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিঁদলা ইউনিয়নের হারেঞ্জা গ্রামে কবির লাশ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
ভোরের আলো সাহিত্য আসরের সন্মাননা প্রাপ্ত কবি খন্দকার আব্দুল মান্নান ভোরের আলো সাহিত্য আসরের সম্মানিত উপদেষ্টা ছিলেন । ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্টপূষক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন,প্রধান উপদেষ্টা মোঃ হাফিজুর রহমান ভূইয়া, সভাপতি মোঃ আজিজুর রহমান,প্রতিষ্টাতা রেজাউল হাবীব রেজা সহ আরো অনেকেই তার মৃত্যুতে শোক জানিয়েছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।