হারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ ২০২১ উদযাপন
আজ ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ওপর হারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও হারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ৭ মার্চের দিবসটি পালিত হয়।
হারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ও শিক্ষক প্রতিনিধি রাফেজা আক্তারের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি ইউনিট কমান্ডার (শ্রম ও জনশক্তি) বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিদ্দিক হোসাইন, এজি অফিসের উর্দ্ধতন কর্মকতা বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহম্মেদ, ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মরম আলী,আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের সাক্ষী ও যুদ্ধাপরাধ আন্দোলন কমিটির সভাপতি রেজাউল হাবীব রেজা, হারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আল ইয়াসবা,সাইন আরা রিপা,পায়েল বেগম,দিলরোবা আক্তার, বৃতি ভৌমিক,জাকিয়া আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সাংস্কৃকিত পর্বে একক গান পরিবেশন করেন সঞ্চালক রাফেজা আক্তার, দিলরোভা আক্তার,কবিতা আবৃত্তি করেন নাদিয়া জাহান রেজা।