দুস্থ-অসহায় বেকার নারীদের কর্মসংস্থানের জন্য কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ৩য় ব্যাচের কর্মসূচির উদ্বোধন করা হয়। ১৫ সেপ্টেম্বর বেলা ১২ঘটিকায় জেলা পরিষদের হলরূমে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) কাজী মাহবুব-উর-রহমান। তিনি উদ্বোধনকালে বলেন, “দারিদ্র নিরসন,নারী উন্নয়ন, আর্তকর্মসংস্থান, জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।”কম্পিউটার প্রশিক্ষণে ৫০ জন নারী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষকদের মধ্যে প্রদীপ চন্দ্র দাস ও আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আবুল কাসেম বক্তব্য রাখেন।
Leave a Reply