কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামে সিঁধ কেটে ঘরে ঢুকে পাঁচ বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনার ১৮ দিন পর ধর্ষক আলী হোসেনকে গ্রেফতার করেছে করিমগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা করিমগঞ্জ থানার ওসি (তদন্ত) নাহিদ হাসান সুমন গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগীতায় শহরের চরশোলাকিয়া গাছ বাজার এলাকা থেকে তাকে আটক করে।
গত ৬ সেপ্টেম্বর রোববার রাতের খাবার শেষে শিশুটি নিজেদের ঘরে বাবা-মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতের দিকে লম্পট আলী হোসেন ঘরের সিঁধ কেটে তাদের ঘরে ঢুকে ঘুমন্ত শিশুটিকে বাড়ির পাশের ফসলি মাঠে তুলে নিয়ে যায়।
ধর্ষণ শেষে শিশুটিকে সেখানে সে ফেলে রেখে যায়। শিশুটির আর্তচিৎকার শুনে গ্রামের এক মহিলা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি এলাকায় জানাজানি হয় এবং শিশুটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর রাতেই ধর্ষক আলী হোসেন (৪৫) গা ঢাকা দেয়। সে সাঁতারপুর গ্রামের মৃত আবু হোসেনের ছেলে।
ধর্ষক গ্রেফতার সুধিমহল পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।
Leave a Reply