ভোরেরআলোডেস্কঃ আজ (মঙ্গলবার) বিকেলে আছর নামাজের পর কিশোরগঞ্জ জেলার মাইজখাপন ইউনিয়নে সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাইজখাপন ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরবর্তীতে ইউনিয়ন আওয়ামীলীগের নেতা, ত্যাগী মুজিব সৈনিক মোঃ মাহবুবুর রহমান মাহাবুব এর আয়োজন করেছে বলে জানা গেছে। ভোরের আলোর এ প্রতিবেদককে মাহবুবুররহমান জানান, আজ ৫ জানুয়ারি মঙ্গলবার আছর নামাজের পর নীলগঞ্জেরপূরাণবাজারে এলাকার শত শত সৈয়দ আশরাফুল ইসলাম ভক্ত আওয়ামীলীগের নেতা কর্মী ও ধর্মপ্রাণ মুসুল্লীদেরকে নিয়ে এ দু’আর অনুষ্ঠানটি করেছেন। এই মিলাদ ও দু’আর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম, মাইজখাপন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম লিটন ও মাইজখাপন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক উজ্জ্বল।
এই মিলাদ ও দু’আ অনুষ্ঠানটি মিলনগঞ্জবাজার মসজিদের ইমাম ও কাঁচারীবাজার মসজিদের ইমাম সমন্বয়ে যৌথভাবে পরিচালিত হয়।
Leave a Reply